লন্ডন: দৈনিক মোটে পাঁচ পেয়ালা মদ সন্তান প্রজননে অক্ষম করে তুলতে পারে পুরুষকে। বলছে এক নয়া সমীক্ষা। আর সেজন্যে মদ খাওয়ার আগে সাবধান হতে বলছে সমীক্ষা।
বিএমজে জার্নালে প্রকাশিত এক রিপোর্টে বলা হচ্ছে, দৈনিক অল্প মদ্যপান করলেও সন্তান প্রজননে অক্ষম হতে পারেন পুরুষ। ১৮ থেকে ২৮ বছর বয়সী মোট ১২০০ জন পুরুষদের নিয়ে করা এক সমীক্ষার ফলাফল দেখে তাজ্জব গবেষকরাও।
তারা বলছেন, যে পুরুষরা প্রতিদিন মদ খান, তাদের বীর্য নিম্নমানের হয়। ওই পুরুষদের রক্ত ও বীর্য পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। তারা বলছেন, সুস্থ সবল পুরুষদের জীবনে অভিশাপ ডেকে আনে অ্যালকোহল। দেখা গিয়েছে, যত কড়া পানীয় ঢোকে পুরুষ শরীরে, ততই কমতে থাকে তাদের বীর্যের প্রজনন ক্ষমতা।
The post সন্তান প্রজননে অক্ষম হতে পারে পুরুষ! কারণ শুনলে ঘুম উবে যাবে আপনার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.