টরোন্টো: যখন সেক্সুয়াল ফ্যান্টাসির প্রশ্ন ওঠে, তখন পুরুষদের টক্কর দেওয়াটা কঠিন হয়ে পড়ে। সমীক্ষা বলছে, পুরুষদের হাজারো রকমের সেক্সুয়াল ফ্যান্টাসির পাল্লা মহিলাদের তুলনায় অনেক ভারী। পাশাপাশি সমীক্ষা এও বলছে, পুরুষরা ফ্যান্টাসি সত্যিই করতে চান, অনেক মহিলাই তা চান না। গবেষণা বলছে, মহিলাদের তুলনায় পুরুষদের যৌনতা নিয়ে ফ্যান্টাসি অনেক বেশি তীব্র ও কিম্ভূত।
গবেষকরা বলছেন, অনেক মহিলাই কল্পনায় ‘হার্ড সেক্স’ নিয়ে চিন্তাভাবনা করেন। যেমন হাত বা চোখ বাঁধা অবস্থায় মিলন বা সঙ্গী জোর করে মিলনে বাধ্য করবেন-এমনটা ভাবেন অনেক নারীই। কিন্তু সেগুলোকে বাস্তবে উপভোগ করার কথা মোটেও ভাবেন না। নারীরা নিজেদের চাহিদা ও কল্পনাকে আলাদা রাখতে পারেন, কিন্তু পুরুষদের মধ্যে সেই ক্ষমতা কম।
ইউনিভার্সিটি অফ মনট্রিয়ালের মুখ্য গবেষক ক্রিশ্চিয়ান জোয়াল বলছেন, আমাদের গবেষণার মুখ্য লক্ষ্য ছিল পুরুষ ও মহিলা-উভয় লিঙ্গের যৌন কল্পনা নিয়ে একটি নির্দিষ্ট ধারনায় আসা। ১৫১৭ জন অ্যাডাল্টের(পুরুষ-৭৯৯ জন ও মহিলা ৭১৮ জন) উপর এই সমীক্ষা চালানো হয়।
The post পুরুষদের হাজার সেক্সুয়াল ফ্যান্টাসির পাল্লা মহিলাদের থেকে অনেক ভারী! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল